এস.এস.সি ২০১৮ – ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা

প্রিয় পরীক্ষাথীগণ, বিডিলাভ২৪.কম টিম সকল গ্রুপের উত্তরমালা তৈরী করতেছে।।আশারাখি পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টার মধ্যে সব বিষয়ের উত্তরমালা আপনার কাছে পৌঁছে দিতে পারবো।

এস.এস.সি. পরীক্ষা-২০১৮ ব্যবসায় উদ্যোগ



বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)


১. বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ সহায়তা নিতে হলে কোন ব্যাংকে যেতে হবে?
উত্তর: (গ) সোনালী – বিডিলাভ২৪.কম

২. কোনটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত?
উত্তর: (খ) সুতা হতে কাপড় তৈরি বিডিলাভ২৪.কম

৩. অপরিকল্পিত শিল্প স্থাপনের ফলে-
উত্তর: (ঘ) মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিশুদ্ধ পানির সংকট ঘটে, উপকারী প্রাণী বিলুপ্ত হয় বিডিলাভ২৪.কম

৪. বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
উত্তর: (ঘ) ৫০ বিডিলাভ২৪.কম

৫. পূর্বজ্ঞান ছাড়াই মি. রায়হান ‘রায়হান ফার্মেসী’ স্থাপন করলেন এবং লোকসানের সম্মুখীন হলেন। রায়হান ফার্মেসীর লোকসানের মূল কারণ কোনটি?
উত্তর: (গ) অভিজ্ঞতা ও শিক্ষার অভাব বিডিলাভ২৪.কম

৬. কোন ব্যবসায় কার্যক্রম পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল?
উত্তর: (ক) একমালিকানা বিডিলাভ২৪.কম

৭. পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে?
উত্তর: (খ) ৩ বিডিলাভ২৪.কম

৮. মিতু কম্পিউটা সহজে হিসাব নিকাশের একটি সফটওয়্যার তৈরি করল। মিতু কম্পিউটার কোনটির মাধ্যমে তার সফটওয়্যারটি সংরক্ষণ করবে?
উত্তর: (গ) কপিরাইট বিডিলাভ২৪.কম

৯. ব্যবসায়ে অন্তর্ভুক্ত কাজ কোনটি?
উত্তর: (ঘ) বৈধতার সাথে মুনাফা অর্জনে পরিচালিত কাজ বিডিলাভ২৪.কম

১০. কোনটি শিল্পোদ্যোগ?
উত্তর: (ঘ) সাবান প্রস্তুত প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ বিডিলাভ২৪.কম

১১. ব্যবসায়ে সাফল্য লাভে অন্যতম পূর্বশর্ত কোনটি?
উত্তর: (গ) সঠিক পণ্য নির্বাচন বিডিলাভ২৪.কম

১২. অংশীদারি ব্যবসায় কত সালের আইন দ্বারা পরিচালিত?
উত্তর: (খ) ১৯৩২ বিডিলাভ২৪.কম

১৩. কোনটি পণ্য প্রতীকের বহির্ভুত?
উত্তর: (ঘ) মোড়ক বিডিলাভ২৪.কম

১৪. পরিবহন পণ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উত্তর: (খ) স্থানগত বিডিলাভ২৪.কম

১৫. উদ্দীপকের ‘সাধনা’ সংগঠনটির নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান প্রয়োজন হবে?
উত্তর: (ক) ৫০ বিডিলাভ২৪.কম

১৬. উদ্দীপকের সাধনা প্রতিষ্ঠানটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার মূল কারণ-
উত্তর: (ঘ) গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনার বিডিলাভ২৪.কম প্রয়োগ, পারস্পরিক সহযোগিতা ও সেবার মনোভাব, সকলের সমমর্যাদার অধিকারী

১৭. বিপণনের অন্যতম কাজ কোনটি?
উত্তর: (ক) ক্রয় বিডিলাভ২৪.কম

১৮. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য?
উত্তর: (ক) ৭ বিডিলাভ২৪.কম

১৯. ২০১০ সালের শিল্পনীতিতে চট্টগ্রাম বিভাগে উন্নত জেলা কোনটি?
উত্তর: (গ) ফেনী বিডিলাভ২৪.কম

২০. সোনালী ফার্নিচার্সটিকে
কোন প্রকারের শিল্প বলা হয়?
উত্তর: (গ) উৎপাদনমূলক মাঝারি বিডিলাভ২৪.কম

২১. সোনালী কর্মচারীর উৎসাহিত হওয়ার কারণ-
উত্তর: (ঘ) উপযুক্ত নির্দেশনা দান, সঠিক সমন্বয় সাধন সময়মত প্রেষণা দান বিডিলাভ২৪.কম

২২. কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মীদের কোনটি প্রয়োজন?
উত্তর: (ক) প্রশিক্ষণ বিডিলাভ২৪.কম

২৩. কোনটি সংরক্ষণমূলক সহায়তার অন্তর্ভুক্ত?
উত্তর: (ঘ) বন্ধ প্রতিষ্ঠান পুনঃচালুকরণে সাহায্য পাওয়া বিডিলাভ২৪.কম

২৪. মাইক্রোস্ক্রিনিং এর উপাদান হলো-
উত্তর: (গ) বেকার সমস্যা সমাধানের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত শিক্ষার সম্প্রসারণ বিডিলাভ২৪.কম

২৫. কোনটি শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার বহির্ভুত?
উত্তর: (গ) সঠিক মূল্যে, সঠিক পণ্য পাওয়ার ব্যবস্থা করা বিডিলাভ২৪.কম

২৬. কি কারণে একজন উদ্যোক্ত অবষ্টি লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হতে পারে?
উত্তর: (ঘ) নিজের প্রতি অত্যধিক বিশ্বাস বিডিলাভ২৪.কম

২৭. আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে করণীয় কাজ কোনটি?
উত্তর: (গ) প্রশিক্ষণ ও ঋণ প্রদান বিডিলাভ২৪.কম

২৮. মি. জাকির প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলোচনা করে নেন। এটি কিরূপ নেতৃত্ব?
উত্তর: (ক) গণতান্ত্রিক বিডিলাভ২৪.কম

২৯. জনাব শাহজাহানের ফটোগ্রাফী নিবন্ধন কিসের অন্তর্গত?
উত্তর: (ক) কপিরাইট বিডিলাভ২৪.কম

৩০. জনাব শাহ আলমের ব্যবসায় পরিচালনায় সহায়তাকারী প্রতিষ্ঠানের ভূমিকা-
উত্তর: (ক) আর্থিক সাহায্য দান, ক্ষতিপূরণের ব্যবস্থা করা

 

 

আপনাদের কষ্টের অবসাদ ঘটিয়ে পড়ালেখা সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটা সময় ছিলো যখন পরীক্ষার্থীকে বাসায় এসে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে হতো। সেই দিন এখন শেষ… এখন আপনি এক ক্লিকে আমাদের ওয়েবসাইটে এসে সকল পরীক্ষার MCQ উত্তরমালা পেয়ে যাচ্ছেন। বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া আপনার সকল বন্ধুকে উত্তরমালাগুলো শেয়ার করুন যাতে তারা ও উত্তরমালাগুলো পায়। তাদেরকে যেন বাসায় গিয়ে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে না হয়।

ধন্যবাদ আমাদের বিডিলাভ২৪.কম এর পাশে থাকার জন্য , আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু …

Total Pageviews