অামি এসএসসি পরিক্ষায় পদার্থবিজ্ঞান,জীববিজ্ঞান,রসায়নবিজ্ঞা সহ প্রত্যেকটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছি।শুধু মাত্র উচ্চতর গণিতে A- এবং গণিতে A পেয়েছি।এখন বুয়েটে অাবেদন করতে পারবো কি??এবং অামি এইচএসসি পরিক্ষায় অামার রিজাল্ট কেমন হওয়া লাগবে?
answer --
প্রথমে দেখুন বুয়েটে ভর্তি পরীক্ষার যোগ্যতা :
প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ মাদ্রাসা শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়সমূহের প্রতিটিতে জিপিএ-৫.০০ পেয়ে এবং ইংরেজি ও বাংলা বিষয় দুটির প্রতিটিতে নূন্যতম জিপিএ-৪.০০ পেয়ে পাশ করতে হবে ।
উপরোক্ত আবেদনের যোগ্যতা দেখে স্পষ্টতই বোঝা যায় যে আপনি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
আর এইচএসসি তে কি যোগ্যতা লাগবে সেটা নিশ্চই জেনে গেছেন ।
Home »
অন্যান্য গুরুত্বপূর্ণ
» বুয়েটে ভর্তির অাবেদন করতে পারবো কি না?