সেক্স করার শুরুতে আমার লিঙ্গ শক্ত থাকে; কিন্তু ২-৩ মিনিট পর নরম হয়ে যায়?
এটা কোনো সমস্যা নয়। মিলনের সময় বীর্যপাত ঘটলে লিঙ্গ নরম হয়ে যাই। আপনি আস্তে আস্তে মিলন করুন এবং বেশী উওেজিত হওয়েন না তাহলে আরো বেশীখন আপনার লিঙ্গ শক্ত থাকবে। তাছাড়া খারাপ কিছু নিয়ে ভাবলে প্রাইয় মানুষেরই লিঙ্গ শক্ত হয়ে যাই। আর মিলনের সময় লিঙ্গ নরম হয়ে যাবে এটা স্বাভিক।