আমি তুমি মিলে 'আমরা'র জীবন সুন্দর হবে এই আশা করা কিন্তু খুব অযৌক্তিক না।
শুধু একটু তুমি আর একটু আমি কে সমান তালে পাত্তা দিতে হবে।
আমি কে তুমির আর তুমি কে আমির খুব প্রয়োজন এটা বুঝতে দিতে হবে।
আমরা অন্ধ হয়ে না গিয়েও না হয় দুজনে হাতটা ধরে হাঁটি। হোঁচট খেলে যেন খুব সহজেই সামলে নিতে পারি।
ছন্দে ছন্দে নাকি জীবন পার করা যায় না। আমি তুমির ছন্দময় জীবন আমরা না হয় দেখিয়ে দিব! আমির একটা আকাশ, আকাশ ভরা তুমির অনেক তারা,
আমির জীবন তুমি, ডাকলেই পাবে সারা। চল না ছন্দকে সত্য করে দেখাই....!!!
পৃথিবীকে বলি সুন্দর জীবন কাটাতে বেশি কিছু লাগে না। কড়ি কড়ি টাকা লাগে না। বাড়ি গাড়ি লাগে না।
বিশ্বস্ত এক জোড়া হাত লাগে, শক্ত করে ধরে রাখার জন্য। ভালবাসায় ভরা প্রশস্ত একটা বুক লাগে, সব ঝড় তুফানে কষ্টে, আনন্দে বা লজ্জায় মুখটা লুকানোর জন্য। একজোড়া চোখ লাগে, ভালবাসার দৃষ্টি তে তাকানোর জন্য। একটা মন লাগে, ভালবাসার পবিত্রতা সংরক্ষিত করার জন্য।
এতটুকু যার কাছে আছে সেই 'আমি'রা সব চেয়ে বেশি ধনি। সব চেয়ে সুখি।
http://facebook.com/ramjan.narail
Home »
Love Story
,
প্রেম কাহিনী
,
ভালবাসার গল্প - Bangla Love Story
,
ভালোবাসার গল্প
» ভালোবাসার গল্প