বিয়ের পর অধিকাংশ মেয়েদের নামের সাথে 'বেগম' যুক্ত করা হলেও ছেলেদের নামের সাথে 'বাদশাহ্' যুক্ত করা হয় না কেনো?

ভাই! বাদশাহ যুক্ত করা হয় তখনই, যখন সে কোন দেশের বাদশাহ নিযুক্ত হয়। আর বেগম যুক্ত করা হয় তখন, যখন কোন নারীর বিবাহ হয়ে যায়। কারণ বেগম শব্দের অর্থ নিশ্চিন্ত। যেহেতু নারীরা বিবাহের পর তাদের সমস্ত ভরণ পোষণ পুরুষের উপর বর্তায় এবং তাদের সংসার ব্যতীত বাইরের কোন চিন্তা করতে হয় না, এজন্য নারীদের নামে বেগম ব্যবহার করা হয়।

Total Pageviews