সেক্স ক্রোমোজোম হচ্ছে মানব দেহের DNA তে অবস্থিত ১ জোড়া ক্রোমোজোম, যেগুলো সন্তান হওয়ার জন্য দায়ী। সন্তান হওয়ার ক্রোমোজোম হল XX এবং XY । ছেলেদের থাকে XY এবং মেয়েদের থাকে XX। যৌনমিলনের পর ছেলেদের শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু এর মিলনে ভ্রূণ সৃষ্টি হয়। ছেলেদের XY এর X এবং মেয়েদের X এর মিলনে সন্তান মেয়ে হয়। অন্যদিকে ছেলেদের Y এবং মেয়েদের X এর মিলনে সন্তান ছেলে হয়। সুতরাং, আশা করি বুঝতে পেরেছেন, সেক্স ক্রোমোজোম কি এবং এর কাজ কি।
মূলত, সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে বাবার ভুমিকাই সবচেয়ে বেশি।