খারা চুল সোজা করতে হলে অনেক নিয়ম ফলো করতে পারেন।তবে এমন নিয়ম ফলো করবেন না যা আপনার জন্য খুবই ক্ষতিকর। তো নিয়ম গুলো দেখে নিন।
- ক্লিয়ার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করুন। ক্লিয়ার শ্যাম্পু আপনার চুলের ক্ষতিকর পদার্থ দূর করে দিবে। এতে আপনার চুল দূষণ মুক্ত হবে। এবং চুল পরিষ্কার দেখাবে বা ভাব করবেন।
- চুলে জেল জাতিয় পদার্থ নেওয়া থেকে বিরত থাকুন। (চুলে) অবশ্যই সরিষার তেল ব্যাবহার করবেন। এতে আপনার চুল তার স্বাভাবিকে ফিরে আসবে।
- চুলে ব্যাবহার করুন- নারিকেল তেল,মেথি,মেহেদি, অ্যালোভেরা, ইত্যাদি এতে চুল তার সঠিক নিয়মে ফিরে আসবে
[বি-দ্র- এটা জন্মগত ভাবে হলে একজন ডাক্তারের পরামর্শ নিন]