খাড়া খাড়া চুল সমান করবো কিভাবে?

খারা চুল সোজা করতে হলে অনেক নিয়ম ফলো করতে পারেন।তবে এমন নিয়ম ফলো করবেন না যা আপনার জন্য খুবই ক্ষতিকর। তো নিয়ম গুলো দেখে নিন।


  •  ক্লিয়ার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করুন। ক্লিয়ার শ্যাম্পু আপনার চুলের ক্ষতিকর পদার্থ দূর করে দিবে। এতে আপনার চুল দূষণ মুক্ত হবে। এবং চুল পরিষ্কার দেখাবে বা ভাব করবেন।

  • চুলে জেল জাতিয় পদার্থ নেওয়া থেকে বিরত থাকুন। (চুলে) অবশ্যই সরিষার তেল ব্যাবহার করবেন। এতে আপনার চুল তার স্বাভাবিকে ফিরে আসবে।

  • চুলে  ব্যাবহার করুন- নারিকেল তেল,মেথি,মেহেদি, অ্যালোভেরা, ইত্যাদি এতে চুল তার সঠিক নিয়মে ফিরে আসবে

[বি-দ্র- এটা জন্মগত ভাবে হলে একজন ডাক্তারের পরামর্শ নিন]

Total Pageviews