Home »
Islamic Story amp; Hadis
» জ্বীন আগুনের তৈরী জাহান্নামও আগুনের তৈরী তাহলে আগুন দিয়ে আগুনকে শাস্তি দিবে কিভাবে?
জ্বীন আগুনের তৈরী জাহান্নামও আগুনের তৈরী তাহলে আগুন দিয়ে আগুনকে শাস্তি দিবে কিভাবে?
আল্লাহ তায়ালা "সূরা জ্বীন" এর ১৫ নাম্বার আয়াতে বলেছেন,وَ اَمَّا الۡقٰسِطُوۡنَ فَکَانُوۡا لِجَہَنَّمَ حَطَبًا অর্থঃ 'আর যারা সীমালঙ্ঘনকারী, তারা তো জাহান্নামের ইন্ধন'। এ থেকে জানা গেল যে, মানুষের মত জ্বিনরাও জাহান্নাম এবং জান্নাত দু'টিতেই প্রবেশকারী হবে। এদের মধ্যে যে কাফের সে জাহান্নামে যাবে এবং মুসলিম জান্নাতে যাবে। (মাটির সৃষ্টি মানুষ যেমন মাটির আঘাতে কষ্ট পায়, তেমনি আগুনের সৃষ্টি জ্বিন জাহান্নামের আগুনে কষ্ট পাবে।)