ভালোবেসে বিয়ে করলে নাকি সুখি হওয়া যায় না এই কথাটা কতটা সত্যি

বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি হয়ে থাকে।তবে ব্যতিক্রমও দেখা যায়।প্রেম করে বিয়ে করলে বাবা-মার পরিপূর্ণ অাশির্বাদ মেলে খুব কম জুটির ক্ষেত্রেই।আর তাদের অাশির্বাদ ব্যতীত কখনওই সুখি হওয়া যায় না।তবে বিয়ে করে ফেললে যথাসাধ্য বাবা মাকে খুশি রেখে তাদের সেবা-যত্ন করে তাদের অাশির্বাদ নেওয়ার চেষ্টা করুন।


Total Pageviews