hsc তে অপসোনাল বিষয় উচতর গণিত হলে কি বুয়েটে পরীক্ষা দেওয়া যাবে?

অামার ssc তে জীববিজ্ঞান মেইন সাবজেক্ট ছিল এবং উচ্চতর গণিত অপসোনাল সাবজেক্ট ছিল৷ hsc তেও আমি উচ্চতর গণিত অপসোনাল সাবজেক্ট করেছি এবং জীববিজ্ঞান মেইন সাবজেক্ট করেছি৷ আমি কি বুয়েটে(BUET) ভর্তি পরীক্ষা দিতে পারব৷ এক্ষেত্রে কি গ্রহণযোগ্যতা কম হবে? [বি.দ্রঃ ssc তে অামার golden A+ আছে।] (অফসোনাল/মেইন এর কারণে কি ভর্তি পরীক্ষার গ্রহণযোগ্যত্য কম বেশি কি হয়?)




 answer....
HSC তে উচ্চতর গণিত চতুর্থ বিষয় হিসাবে থাকলেও বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। এতে কোন সমস্যা হবে না এবং গ্রহণযোগ্যতা একটুও কমবে না। অপশনাল বা চতুর্থ বিষয়ের কারণে ভর্তি পরীক্ষায় গ্রহণযোগ্যতা কখনো কমে না। অাবার মেইন সাবজেক্টের কারণে গ্রহণযোগ্যতা বাড়ে না। অপশনাল বা মেইন সাবজেক্ট উভয়ে ভর্তি পরীক্ষায় সমান মর্যদা ও গ্রহণযোগ্যতা লাভ করে।

Total Pageviews