স্তনের মাঝে, উপরে বা নিচে তিল থাকলে কি হয় ?

চিন্তাশীল মানুষদের অনেকেই ভাব-লক্ষণ আর অন্যান্য আনুষঙ্গিক বিচারেসিদ্ধান্তে চেয়েছেন শরীরের তিলেরঅবস্থানের ভাল-মন্দ নিয়ে। তেমনিকিছু ধারণা এখানে তুলে ধরা হলো।তবে অনেক চিন্তাশীল মানুষ এটাওমনে করেন যে-এসব ধারণা আসলেকুসংস্কারকেই শক্তিশালী করে এবংএগুলোর সত্যিকারের কোনও ভিত্তিনেই।প্রাচীন সমুদ্র শাস্ত্রে তিল দেখেভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করাআছে। তিল দেখে আমরা ভবিষ্যৎসম্পর্কেও জানতে পারি। শরীরের...বিভিন্ন অংশে তিলের উপস্থিতি, রং,আকৃতি প্রভৃতি দেখে আমরা আমাদেরভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারি।দীর্ঘ গবেষণার পর ভারতীয়উপমহাদেশীয় পণ্ডিতরা এ তত্ত্বআবিষ্কার করেন।পাঠকদের জন্য প্রচলিত ধারণাগুলোতুলে ধরা হল ।দুই স্তনের মাঝখানে থাকলে তানির্মল ভালোবাসার প্রতীক। ডানদিকে তিল থাকা কোনো বিষয়েনৈপুণ্য দর্শায়। আবার যাদেরস্তনের বাঁ দিকে তিল আছে তারাঅর্থের অপচয় করেন।স্তনের ডান দিকের তিল ধন ও বুদ্ধিরচিহ্ন। বাঁ দিকের তিল নিরাশাপূর্ণজীবনের সূচক।স্তনের বোটায় থাকলে মেয়েসংবেদনশীল হন। তবে যাদের ডানস্তনে থাকে তারা অনের তুলনায়বেশি সংবেদনশীল।যাদের ঠোঁটে রয়েছে তাদের হৃদয়েভালোবাসায় ভরপুর। তবে ঠোঁটেরনীচে থাকলে সে ব্যক্তির জীবনেদারিদ্র্য বিরাজ করে।গালে লাল থাকা শুভ। বাঁ গালেকালো তিল থাকলে, মেয়ে নির্ধন হয়।কিন্তু ডান গালে থাকলে তামেয়ে ধনী করে।যে স্ত্রীর থুতনিতে থাকে তিনিসহজে মেলামেশা করতে পারেন না।এরা একটু রুক্ষ স্বভাবের হন।যে মেয়ের ডান স্তনের বাহুতে থাকেতারা প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান। বাঁস্তনের বাহুতে থাকলেমেয়ে ঝগড়াটেস্বভাবের হন। তাঁ বুদ্ধিতে খারাপবিচার থাকে।যাদের তর্জনীতে তিল থাকে তারাবিদ্বান, ধনী এবং গুণী হয়ে থাকেন।তবে তারা সব সময় শত্রুদের কারণেসমস্যায় থাকেন।গলার সামনের দিকে থাকলে ব্যক্তিরবাড়িতে বন্ধু-বান্ধবের আনাগোনালেগে থাকে। গলার পিছনে থাকলেসেই ব্যক্তি কর্মঠ হয়।যে মেয়ের কোমরে থাকে, তার জীবনেসমস্যার আনাগোনা লেগেই থাকে।ডান দিকের বুকে থাকা শুভ। এমন স্ত্রীখুব ভালো হয়। পুরুষ ভাগ্যশালী হয়। বাদিকের বুকে থাকলে স্ত্রীপক্ষের তরফেঅসহযোগিতার সম্ভাবনা থাকে। বুকেরমাঝখানে থাকলে সুখী জীবনেরসঙ্কেত দেয়।যে মেয়ের পেটে আছে তারা খুবখাদ্যরসিক হয়। মিষ্টি তাদের অত্যন্তপ্রিয়। তবে তারা অন্যকে খাওয়াতে খুবএকটা পছন্দ করে না।

Total Pageviews