যে ১০টি জিনিস মেয়েদের গোপনাঙ্গের ভয়াবহ ক্ষতি করে!

মহিলাদের ক্ষেত্রে তাঁদের যৌনাঙ্গঅত্যন্ত গুরুত্বপূর্ণ ও অমূল্য শরীরেরঅংশ। এই অংশটি অত্যন্ত স্পর্ষকাতর।তাই এই অংশের যতœও অত্যন্তসাবধানে নিতে হয়।কিন্তু একটি সমীক্ষায় দেখা গিয়েছে,৬০-৭০ শতাংশ মহিলা জানেনই নাকীভাবে নিজের শরীরের সবচেয়েমূল্যবান অংশটির যতও দেখভাল করতেহয়। এমনকী খুব সাধারণ কিছু জিনিসআছে, যার জেরে মহিলাদের যৌনাঙ্গআহত হতে পারে। তা না জেনেই বহুমহিলা তার ব্যবহার করে চলেছে। এরফলে বিভিন্ন ধরণের সংক্রমণ, রোগদানা বাঁধে মহিলাদের শরীরে।কী সেই অভ্যাস যার ফলে মহিলারানিজেদের অজান্তেই শরীরের সবচেয়েগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর...অংশটিকে ক্ষতিগ্রস্ত করছেন?বিস্তারিত জেনে নিন-* অলঙ্করণ : অনেকে নাক ও কানেরমতো যৌনাঙ্গেও…ছিদ্র করিয়ে গহনাপরেন। আর এই ধরণের ধাতুর জেরেআপনার যৌনাঙ্গে প্রাণঘাতীসংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।এছাড়াও যৌন মিলনের ক্ষেত্রে এইধরণের গয়না প্রচণ্ড অসহ্য যন্ত্রণাদায়কহতে পারে* হেয়ার রিমুভাল ক্রিম : মহিলারাযৌনাঙ্গে হেয়ার রিমুভাল ক্রিমব্যবহার করেন। কিন্তু এই ধরণেরকেমিক্যালযুক্ত ক্রিম যৌনাঙ্গে ওতার আশে পাশের জায়গায়অ্যালার্জির সৃষ্টি করতে পারে।সংবেদনশীল চামড়া ফুলেও যেতেপারে।* বারবার ধোয়া : অনেকে পরিচ্ছন্নতাবজায় রাখতে গিয়ে বারবার পানিরছিটে দিয়ে যৌনাঙ্গ ধুতে থাকেন। যাকখনওই উচিত নয়। এতে যৌনাঙ্গেরপ্রাকৃতিক তৈলাক্ত পদার্থ ধুয়ে গিয়েজায়গাটিকে শুষ্ক ও রুক্ষ করে দেয়, ফলেওই জায়গায় চুলকুনি বা ঘা হতে পারে।* অতিরিক্ত সাবানের ব্যবহার :পানির মতো সাবানও যৌনাঙ্গকে শুষ্ককরে দেয়। এর ফলে ঘায়ের মতো সমস্যাতো হয়ই পাশাপাশি কেমিক্যালথাকায় অ্যালার্জি বা সংক্রমণেরমতো সমস্যাও দেখা দিতে পারে।* ট্যাটু : আজকালকার ফ্যাশনে বিকিনিলাইনে ট্যাটু করাটা খুব জনপ্রিয়হয়েছে। কিন্তু এর ফলে সংক্রমণ হতেপারে। কারণ ট্যাটু মেশিনের ছুঁচেএকাধিক ব্যাকটেরিয়া থাকে। এর ফলেশুধু লালচে হওয়া বা যন্ত্রণা হওয়াই নয়সারাক্ষণ জ্বালা হওয়ার সম্ভাবনাওদেখা যায়।* ফল সবজির ব্যবহার : অনেকে যৌনআনন্দ উপভোগ করার জন্য যৌনাঙ্গেবিভিন্ন ধরনের ফলের প্রয়োগ করেন।কিন্তু ফল বা সবজির খোসায় একাধিকজীবানু থাকে যা যৌনাঙ্গের ক্ষতিকরতে পারে।* চামড়া আঁকড়ে থাকা প্যান্ট : খুবটাইট জিন্স পরলে যৌনাঙ্গ আহতহওয়ার সম্ভাবনা বেড়ে যায়।অক্সিজেনের অভাব ও মোটা কাপড়হওয়ায় ব্যাকটেরিয়া জন্ম নেয়যৌনাঙ্গে। ফল সংক্রমণ।* অতিরিক্ত সাইকেল চালানো :সাইকেল বা বাইক চালানোর সময় শক্তসিটের জায়গায় বহুক্ষণ ধরে যৌনাঙ্গআবদ্ধ হয়ে থাকে, এর থেকে ঘা,সংক্রমণ হতে পারে।* বাথটপে : বাথটপে দীর্ঘক্ষণ বসেথাকলে স্থির জলে যৌনাঙ্গ ভিজেথাকে এতে যৌনাঙ্গে ফাঙ্গাসজন্মাতে পারে। ফলে সংক্রমণ হয়।

Total Pageviews