প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নূরলদীনের কথা মনে পড়ে যায় : সৈয়দ শামসুল হক
৭. 'গঞ্জ' শব্দের অর্থ কী?
ক. ব্যবসা-বাণিজ্যের স্থান
খ. খেলার মাঠ
গ. পাঠাগার
ঘ. প্রার্থনালয়
সঠিক উত্তর : ক. ব্যবসা-বাণিজ্যের স্থান
৮. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত খ. স্বরবৃত্ত
গ. অক্ষরবৃত্ত ঘ. গদ্যছন্দ
সঠিক উত্তর : গ. অক্ষরবৃত্ত
হ
৯. জনপদ শব্দটির সঠিক সমাস কোনটি?
ক. দ্বন্দ খ. দ্বিগু
গ. বহুব্রীহি ঘ. তৎপুরম্নষ
সঠিক উত্তর : গ. বহুব্রীহি
১০. মিনতি শব্দের অর্থ কী?
ক. আদেশ
খ. উপদেশ
গ. বিনীত প্রার্থনা
ঘ. অনুরোধ
সঠিক উত্তর : গ. বিনীত প্রার্থনা
১১. নূরলদীনের জেগে ওঠার আহ্বানে কাদের জেগে ওঠার কথা বলা হয়েছে?
ক. বাংলার সাধারণ মানুষের
খ. বাংলার উচ্চবিত্ত মানুষের
গ. বাংলার কৃষিজীবী মানুষের
ঘ. বাংলার শ্রমজীবী মানুষের
সঠিক উত্তর : ক. বাংলার সাধারণ মানুষের
১২. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় নূরলদীনকে কোথায় দেখা যায়?
ক. মরা আঙিনায়
খ. আঙিনায়
গ. মাঠে
ঘ. যুদ্ধক্ষেত্রে
সঠিক উত্তর : ক. মরা আঙিনায়
১৩. বাংলা ১১৮৯ সাল ইংরেজি কত সাল?
ক. ১৭৯২ খ. ১৭৮২
গ. ১৭৮০ ঘ. ১৭৯০
সঠিক উত্তর : ক. ১৭৯২
১৪. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কোথায় শকুন নেমে আসে?
ক. বাংলায়
খ. বাংলাদেশে
গ. সোনার বাংলায়
ঘ. রংপুরে
সঠিক উত্তর : গ. সোনার বাংলায়
১৫. নূরলদীনের জীবনব্যবস্থা কেমন ছিল?
ক. অভিজাত
খ. বিলাসী
গ. সাধারণ
ঘ. মধ্যবিত্ত
সঠিক উত্তর : গ. সাধারণ
১৬. 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কী ঝরে যাওয়ার কথা বলা হয়েছে?
ক. ঘাম খ. রক্ত
গ. স্বপ্ন ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর : খ. রক্ত
১৭. দিনাজপুর, রংপুর এলাকার বিশেষ সম্বোধনবিশেষ-
ক. বাপু হে খ. কোনঠে
গ. ভাই হে ঘ. বাহে
সঠিক উত্তর : ঘ. বাহে
Home »
HSC Exam Suggesstions
,
Other Class Exam Suggesstions
,
Study
» একাদশ শ্রেণির পড়াশোনা বাংলা প্রথম পত্র