পরিদর্শনে>>
....অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন, ক্লাস শিক্ষক
দাঁড়িয়ে গেলেন।
:
পরিদর্শক: - আমাদের দেশের রাষ্ট্রপতি কে..?
:
ছাত্র: বেরাক ওবামা, স্যার।
:
পরিদর্শক: কি তোমার মাথা কি ঠিক
আছে আচ্চা আমাদের দেশের
প্রেসিডেন্ট কে?
:
ছাত্র: ফেসিডেন্ট, সানি লিওন, স্যার ।
:
পরিদর্শক: কি কইলি???তুই ক্লাস এইটে
উঠলি কেমনে?? আমি
তোর নাম কেটে দিবো।
:
ছাত্র: আমারতো স্কুলের খাতায় নামই নাই, আফনি
কাটবেন কি??
:
পরিদর্শক: তার মানে?
:
ছাত্র: আমি স্কুলের মাঠে ছাগল নিয়ে আইছিলাম,
স্যারে কইলো, তোরে বিশ টিয়া দিমু, তুই ক্লাসে বইবি।
:
পরিদর্শক (খুব রেগে): ছি: মাস্টার সাহেব, আপনাদের
লজ্জা করে না, শিক্ষা নিয়ে ব্যাবসা, আমি আপনার
চাকুরী খেয়ে ফেলবো।
:
ক্লাস শিক্ষক: কাকে ভয় দেখান, আমি মাস্টার না,
সামনে মুদি দোকানটা আমার, মাস্টার সাহেব আমারে
কইলো শহর থেকে এক বেঠা অইবো,
আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বইয়া
থাকবি।
:
পরিদর্শক (ভীষণ রেগে গেলেন হেড স্যারের রুমে):
আপনি হেড স্যার?
:
প্রধান শিক্ষক: জ্বী, কোন সমস্যা??
:
পরিদর্শক: আপনাদের লজ্জা করে না, নকল ছাত্র-
শিক্ষক দিয়ে ক্লাস চালান।।
:
প্রধান শিক্ষক: দেখুন আমার মামা এই স্কুলের হেড
স্যার, উনি জমি বেচা-কেনার দালালি করেন, কাস্টমার
নিয়া অন্য গ্রামে গেছেন, আমারে কইলো ইন্সপেক্টার
আইলে তার হাতে এই এক হাজার টাকার বান্ডেলটা
দিয়া
দিস .....
:
পরিদর্শক: এই যাত্রায় আপনারাও বেঁচে গেলেন,
আসলে আমার মামা ইন্সপেক্টার, ঠিকাদারির কাজ ও
করেন, টেন্ডার সাবমিট করতে সিটি কর্পোরেশনে
গেছেন, আমাকে বললো তুই আমার হয়ে পরিদর্শন করে
আয়...