কিভাবে লেখালেখি করে অনলাইনে টাকা আয় করবেন ?

আপনি কি ভালো লেখেন? কখনো চেষ্টা করে
দেখেছেন? অবশ্যই চেষ্টা করে দেখুন আপনার লেখা
কেমন হয়। লেখা একটি সৃজনশীল কাজ। সৃজনশীল
ব্যাপারগুলোতে হয় কি আমরা অনেক সময় নিজেরা
জানিনা আমাদের মাঝে কত বড় প্রতিভা লুকিয়ে আছে।
ধরুন আপনার লেখার হাত অনেক ভালো, কিন্তু
পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে আপনি কখনো
লেখালেখির কথা চিন্তাও করেন নাই। আপনার কখনো
মনেও হয় নাই ইচ্ছে করলে অনেক ভালো লেখক হতে
পারেন আপনি।
যাই হোক আমরা এখানে অনলাইন এ লেখালেখির
ব্যাপারে আলোচনা করব। একটা সময় ছিল যখন লেখক
ছিল গুটিকয়েক জন। এখন অনলাইন বা ইন্টারনেট এর
বদৌলতে ঘরে ঘরে লেখক। কিভাবে?
ফেসবুক, ব্লগ ফোরাম ……………। এমন কাউকে খুঁজে পাওয়া
এখন সত্যিই দুস্কর যে কিনা কখনো ফেসবুক কিংবা ব্লগে
লেখে নাই। কাজেই সবাই এখন লেখক। কিন্তু আপনি কি
জানেন অনলাইনে লিখে আপনি টাকাও আয় করতে
পারেন? হয়ত জানেন, না জানলেও অসুবিধা নাই। আমরা
এখানে এই বিষয়েই আলোচনা করব।
অনলাইন এ অনেক উপায়েই টাকা আয় করা যায়। তার
মাঝে অন্যতম হল লিখে। আপনি যদি ভালো লেখক হন
তবে বাড়তি কিছু এমনকি ফুল্ টাইম চাকরির মতও আয়
করতে পারেন বিভিন্ন জায়গায় লিখে।
ইন্ডিয়া, পাকিস্তানের অনেকেই অনলাইন এ লেখালেখি
করে ভালই টাকা পয়সা আয় করছে। আমাদের দেশের
অনেকেই আছেন। এই section এ আমরা ধারাবাহিকভাবে
অনলাইন এ আয় নিয়ে লিখব। প্রথমেই থাকবে লিখে
কিভাবে টাকা আয় করা যায়।
ভাষার কথা চিন্তা করলে আপনি মুলত দুই ভাষাতে
লিখতে জানতে পারেন হয় বাংলা নতুবা ইংরেজি (অন্য
কোন ভাষায় পারদর্শী হলে তো অসাধারন!)
কিভাবে বাংলাতে লিখে টাকা আয় করবেনঃ
বাংলাতে লিখে টাকা আয় করার চিন্তা করে থাকলে
একেবারেই কোন অপশন নাই নিজের ব্লগ লেখা ছাড়া।
আর টুকটাক outsourcing website এ দুই একটা লেখার কাজ
থাকলে থাকতেও পারে। আপনি ইচ্ছে করলে আমাদের
জন্যও লিখতে পারেন। আমাদের জন্য লিখতে চাইলে
যোগাযোগ করুন এখানে।
যাই হোক আর আপনি যদি বাংলাতে ব্লগ লিখে টাকা
আয় করতে চান তাহলে ব্লগিং ক্যাটাগরির লেখা গুলো
পড়ুন।
ইংরেজিঃ সবকিছুর মত অনলাইনেও যা কিছু বেশিরভাগই
ইংরেজিতে। কাজেই ইংরেজিতে লিখে যে অনেক
টাকা আয় করা যাবে টা আর বলার অপেক্ষা রাখেনা।
তবে আমরা অনেকেই মোটামুটি ভালো ইংরেজি জানার
পরও অনলাইন এ কাজ করার সাহস পাইনা, আমরা ভাবি
ইংরেজিতে লিখতে হলে একদম Native Writer দের মত করে
লিখতে হবে। এটা একেবারেই ভুল ধারনা। বর্তমান এই
সময়ে ইংরেজি যে কেবল মাত্র ইংরেজদের ভাষা তা
নয়। ইংরেজি সকলের ভাষা। একটা ইংরেজি লেখা
British, American রা যেমন পড়বে Bangladeshi , Indian, Nepali
রাও পড়ে। কাজেই আপনার Native Writer দের মত না
লিখলেও হবে।
এই কথার মানে কিন্তু আপনি grammar/ punctuation এ ভুল
করে লিখবেন তা না। মানে হল আপনাকে অবশ্যই ভালো
লিখতে হবে। গ্রামার টামার মেনেই লিখতে হবে। কিন্তু
লেখার ধরন টা ওদের মত না হলেও চলবে।
যেমনঃ
I am having hard time understanding you এটাকে I am not
able to understand you লিখলেও কোন সমস্যা নাই।
ইংরেজিতে লেখালেখি করে টাকা আয়ের উৎস, বিভিন্ন
টিপস নিয়ে পরের টিউটোরিয়াল থেকে
ধারাবাহিকভাবে লিখব।

Total Pageviews