আব্বু,আম্মু প্লিজ ফিরে আসো তোমরা ,আমি তোমাদের অনেক মিস করি অনেক মিস করি

--জীবন পড়তে বস
--আম্মু চোখদুটো খুব ব্যাথা করছে।একটু শুয়ে থাকি.....???
--চোখ ব্যাথা করে কেন.....??? বিকেলে মাঠে খেলা
করছিস তাই না.....????
--না আম্মু।আমি তো বিকেলে বসে বসে খেলা দেখেছি
--তাহলে নিশ্চয় তোর চোখে বল লেগেছে......!!
--না আম্মু কিছুই লাগে নি সত্যি বলছি
--আচ্ছা একটু চোখ বন্ধ করে শুয়ে থাক
--আচ্ছা আম্মু
.
আম্মু আমার রুম থেকে চলে গেলেন।আসলে বিকেলে
ক্রিকেট খেলতে গিয়ে চোখে আঘাত পেয়েছি।সেজন্য
এখন চোখ ব্যাথা করছে।এখন যদি আম্মুকে বলি যে
খেলতে গিয়ে ব্যাথা পেয়েছি তাহলে নির্ঘাত বকা শুরু
করে দিবে।তাই কিছু একটা বলে এ যাত্রার মত আম্মুকে
বুঝিয়ে নিলাম।
.
আম্মু রুম থেকে যাবার পর মোবাইলে গেমস খেলছিলাম।
চোখ ব্যাথা করছিল তখনও।অবশ্য চোখে চশমা লাগানো
ছিল।অনেক হাই পাওয়ারের চশমা ব্যবহার করি।
.
গেমস খেলায় এতটাই নিমগ্ন হয়ে গিয়েছিলাম কখন যে
আম্মু পিছনে এসে দাঁড়িয়ে আছেন সেটা খেয়ালই করি
নি।
.
--জীবন.....????
.
মোবাইলটা আস্তে করে বালিশের নিচে লুকিয়ে
ফেললাম
.
--জ্বি আম্মু....???? (পিছু তাকিয়ে)
--তা আব্বু তোমাকে পড়তে বললে তোমার চোখ ব্যাথা
করে কিন্তু মোবাইল টিপতে তোমার চোখ ব্যাথা করে
না....???
--মো....মোবাইল....??? কই মোবাইল....??? কখন টিপলাম....???
--আমি কিন্তু তোমার পিছনেই দাঁড়িয়ে ছিলাম।আমার
ডাক শুনে বালিশের নিচে মোবাইল লুকিয়ে ফেলেছ
--আসলে আম্মু আমি.......!!!
--যাও এবার মোবাইল রেখে পড়তে বস
--আচ্ছা আম্মু
.
আম্মু চলে যাবার পর পড়তে বসলাম।এখন যদি আবার হাতে
মোবাইল দেখেন তাহলে ডাইরেক্ট মাইর দিবেন সিউর।
আম্মুকে আমি অনেক ভয় পাই। এতটা মনে হয় না আমি
আমার আব্বুকেও পাই......!!!আম্মু খুব রাগী তবে আমাকে
অনেক আদর করে।এই নিয়ে বড় আপু সবসময় আমার সাথে
হিংসা করত।আমাকে নাকি আব্বু আম্মু বেশি আদর
করে......!! আমি আর কি বলব......!! শুধু এটাই বলতাম ""তুই তো
কিছুদিন পর পরের বাড়ি চলে যাবি।তোকে আদর করে কি
হবে""....??? অবশ্য এটা বললে আপু আরো বেশি রেগে যেত
কিন্তু কিছুই বলত না।কারন আমি তার একমাত্র ছোট ভাই।
সারাদিন দুষ্টামী আর হাসিতে আমাদের ভাই-বোনের
দিনগুলো কেটে যেত।
.
পরেরদিন......
.
দুপুরবেলা মাত্র খাওয়া শেষ করেছি।আব্বু বাসায় ছিল
না।বড় ফুফুর বাসায় গেছে।আম্মু নিজের রুমে বসে টি.ভি
দেখছে।আমি নিজের রুম থেকে উঠে আম্মুর রুমে গেলাম
.
--আম্মু আসি.....??? (দরজায় টোকা দিয়ে)
--হ্যাঁ আয়
.
আম্মুর রুমের ভিতরে গেলাম
.
--আমার রুমে আসতে আবার অনুমতি লাগে নাকি....???
--না আম্মু এমনি নিলাম
--হুম। তা কি জন্য আসছিস সেটা বল.....!!!
--বারে তোমার রুমে আসতে হলে কি কোনো কারন লাগে
নাকি.....!!!
--না তা লাগে না
--আম্মু তোমার হাঁটুতে একটু শুই.....???
--পাগল ছেলে
.
আর কিছু না বলে আম্মুর হাঁটুতে শুয়ে পড়লাম।আম্মু আমার
মাথায় হাত বুলাচ্ছিলেন
.
--আম্মু....???
--কি....???
--জানো আমার রবি সিমটা না বন্ধ করে দিছে (বিষণ্ণ মন
নিয়ে)
--কেন....???
--আসলে অনেকদিন থেকে টাকা লোড করি না তো তাই।
এখন কাউকে ফোন দিতে পারি না (উদাসী ভাব নিয়ে)
--তা টাকা লোড কর
--এখন তো আমার কাছে টাকা নেই আম্মু।বলছিলাম তুমি
যদি ১০০ টা টাকা দিতে তাহলে সিমটা আবার সচল করতে
পারতাম........!!!
.
হঠাত আপু কোত্থেকে যেন এসে বলে বসল
.
--আম্মু আমি আগেই জানতাম এই পোলার কোনো মতলব
আছে।তা না হলে তোমার রুমে ঢুকতে কখনও অনুমতি নিত
না
--আহা তুই চুপ কর তো (আম্মু আপুকে চুপ করিয়ে দিলেন)
.
আমি শুধু মনে মনে ভাবছিলাম কতক্ষনে আম্মু ১০০ টা
টাকা দিবে আর আমি চটপটি খাব.....!! অনেকদিন ধরে খাই
না।আমার সিমে এখনও ৬৯.৪৭ টাকা আছে।আপুটা এসে
আবার দিল প্যাঁচ লাগিয়ে উফফফফ......!!!
.
--দেখছ আম্মু আপু খালি আমার সাথে লেগেই থাকে.....!!
(কাঁদো কাঁদো ভাব)
--থাক বাবা তুই মন খারাপ করিস না।এই নে ১০০ টাকা
.
আম্মু তার বালিশের নিচ থেকে কচকচে ১০০ টাকার
নোটখানা আমার হাতে ধরায় দিলেন।আমি আম্মুর হাঁটু
থেকে উঠে আপুকে একটা ভেংচি দিয়ে রুম থেকে বের
হয়ে গেলাম।আমার থেকে খুশি আর কে.......!!! ফাও ১০০
টাকা পেলাম।মন্দ না.......!!!
.
রুম থেকে বাইরে বের হয়েছি এমন সময় আপু বাইরে বের
হয়ে আমাকে ডাক দিলেন
.
--জীবন....????
--হু
--ভাইয়া আমার ফোনেও না ২০ টা টাকা লোড করে দিস
কেমন.....??? আমার সিমটাও মে বি ডিজেবল করে দিছে
লোড করি না দেখে
.
ইশ শখ কত....!! কষ্ট করে টাকা নিলাম আমি আর উনি কিনা
বলেন তার মোবাইলে টাকা লোড করে দিতাম......!!!
.
--কিরে ভাই দিবি না বল....???
--না দিব না
--তাহলে কিন্তু আম্মুকে বলে দিব
--কি বলবি তুই.....????
--যেটা বলব সেটাই
--আমি দিব না হুহ
--দে না ভাই এমন করিস ক্যান....????
--উফফফ আপু তুই না.........!!!
--কিউট ভাই আমার....!!
--পাম দিয়ে দিয়ে নিজের ফোনে টাকা ভরে নিস......!!!
--হু।এবার যেখানে যাবি যা
.
আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম ঘুরতে
যাওয়ার জন্য।
.
.
.
.
.
.
.
.
.
. প্রিয়২৪.কম
হঠাত কারো হাতের স্পর্শে চমকে গেলাম
.
--জীবন ছাদের উপর এভাবে চোখ বন্ধ করে বসে আছিস
কেন.....???
--অহহ আপু তুই.....!! এমনি বসে আছি
--কিরে তোর চোখে পানি কেন.....????
--জানিস আপু আজ না আব্বু,আম্মুকে খুব মনে পড়ছে রে
.
বলেই আপুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম।আমার
এমন কান্না দেখে আপু নিজেও কান্না করে দিল।
.
--ভাই কাঁদিস না প্লিজ। মানুষ চিরদিন বেঁচে থাকে না
রে।এই যে দেখ আমি কিভাবে নিজেকে সামলে নিয়েছি
--আপু আমি তো পারি না রে।আজকে আব্বু,আম্মুকে খুব
মনে পড়ছে রে আপু খুব মনে পড়ছে
.
আমার এমন জোড়ালো কান্না দেখে আপু নিজেই স্তব্ধ
হয়ে গেছে।কি বলবে কিছুই ভেবে পাচ্ছিলো না.......!!!
.
--ভাই নিচে আয়।প্রায় সন্ধ্যা হয়ে গেছে
--তুই যা আমি আসছি
--আচ্ছা জলদি আয়
.
আপু অনেক কষ্টে হাসি দেয়ার চেষ্টা করল কিন্তু পারল
না।মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল
.
.
আম্মু মারা গেছেন আজ ১১ বছর।আম্মু মারা যাবার কয়েক
বছর পরেই আব্বু মারা গেছে।আমাদের দুই ভাই-বোনকে
একা করে তারা দুইজনই চলে গেছেন না ফেরার
দেশে........!! প্রিয়২৪.কম
.
আব্বু,আম্মু তোমরা কেন চলে গেলে আমাকে ছেঁড়ে.....????
আমি আর কখনও মাঠে খেলতে যাব না আম্মু।আর কখনও
চটপটি খাবার জন্য মিথ্যে বাহানা ধরব না আম্মু।প্লিজ
আম্মু তুমি ফিরে আসো প্লিজ ফিরে আসো......!! জানো
আম্মু আমি যখন হোস্টেলে থাকতাম তখন দেখতাম আমার
অনেক বন্ধুর মা তাদের জন্য রান্না করে খাবার পাঠিয়ে
দিতেন।কিন্তু আমি কখনও এটা পেতাম না।কেন পেতাম
না জানো আম্মু....????কারন তুমি নেই আম্মু।তুমি আমার
কাছে নেই।আম্মু আমি তোমাকে খুব মিস করি।প্লিজ
আম্মু ফিরে আসো আমার কাছে প্লিজ ফিরে আসো
আম্মু.........!!
.
আব্বু ও আব্বু, আমি যখন এস.এস.সি তে এ প্লাস পাই নি
তখন তুমি খুব মন খারাপ করেছিলে তাই না আব্বু.....???
আব্বু আমি ইন্টারে এ প্লাস পেয়েছি।কিন্তু জানো তখন
তুমি ছিলে না।তুমি আমাকে রেখে আম্মুর মতই না ফেরার
দেশে চলে গিয়েছ।জানো আব্বু আমি জগন্নাথ
বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ,এম.বি.এ শেষ করেছি।আমি
এখন একটি ব্যাংকের সিনিয়র অফিসার।কিন্তু আব্বু তুমি
আমার এই সাফল্য দেখে যেতে পারলে না।চলে গেলে
আমাকে একা করে.......!!
.
আব্বু,আম্মু প্লিজ ফিরে আসো তোমরা।আমি তোমাদের
অনেক মিস করি অনেক মিস করি।প্লিজ ফিরে আসো
আমার কাছে প্লিজ...........!!!
.

Total Pageviews