চুম্বনে দক্ষতা আপনার সম্পর্ককে নিয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন মাত্রায়

চুম্বনে দক্ষতা আপনার সম্পর্ককে নিয়ে যাবে সম্পূর্ণ
ভিন্ন মাত্রায়। আর এ কাজটি করার জন্য আপনাকে
নিজের দক্ষতা বাড়াতে হবে। এক্ষেত্রে যদি দক্ষতা
প্রয়োজন হয় তাহলে কিছু বিষয়ে অনুশীলন করতে হবে। এ
লেখায় তুলে ধরা হলো তেমন কিছু উপায়। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. নিয়ন্ত্রণ
চুম্বনে দক্ষ হওয়ার জন্য সবার আগে নিজের ওপর নিয়ন্ত্রণ
করার ক্ষমতা বাড়াতে হবে। কোন পর্যন্ত এগোনো যাবে
এবং কোথায় থামতে হবে সে বিষয়গুলো জানা থাকতে
হবে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারালে আপনি কখনোই এ
বিষয়ে দক্ষ হতে পারবেন না।
২. কথা বলুন
যোগাযোগের গুরুত্ব কখনোই শেষ হয়ে যায় না।
একেবারে মৌনতার মাঝেও প্রয়োজন হয় পারস্পরিক
বোঝাপড়া। আর এজন্য আপনার সঙ্গীর কাছ থেকে জেনে
নিতে হবে তার যাবতীয় সুবিধা-অসুবিধা। কোন পর্যায়ে
আপনার কী করতে হবে তা নির্ভর করবে আপনার সঙ্গীর
সুবিধা-অসুবিধার ওপর। আর এ বিষয়টি জানার জন্য কথা
বলে নিতে হবে আগেই।৩. মনোঃসংযোগ
মনোযোগ ছাড়া কোনো কাজ ভালোভাবে করা সম্ভব হয়
না। আর এ বিষয়টি চুম্বনের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার
সঙ্গীর প্রতি মনোযোগ দিন। কতখানি গাঢ় করে চুম্বন
দিলে তিনি স্বাচ্ছন্দবোধ করেন তা ভালোভাবে বুঝে
নিন।
৪. অনুশীলন
অনুশীলনের মাধ্যমে যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন
করতে হয়। চুম্বনে অনুশীলনের জন্য আপনাকে যে একজন
সঙ্গী খুঁজে বের করতে হবে এমন কোনো কথা নেই। আপনি
নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে এ অনুশীলন করতে
পারবেন। আর অনুশীলনের মাধ্যমেই মিষ্টি চুম্বনে
অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন।৫. রোমান্টিক হোন
রোমান্টিকতাহীন চুম্বন কোনো আকর্ষণ বহন করবে না।
তাই সবার আগে রোমান্টিকতা শিখুন। শুধু চুম্বন নয়, তার
আগে নিজের আকর্ষণও বাড়াতে হবে। এছাড়া কোথায়
কোন পরিস্থিতিতে চুম্বন করবেন, তার ওপরও বহু বিষয়
নির্ভর করবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন।
৬. আঘাত নয়
চুম্বনের সময় আপনার সঙ্গী যদি আঘাত পায় তাহলে
তাতে মূল আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। এ কারণে
সতর্ক থাকতে হবে যেন আপনার সঙ্গী আঘাত না পায়।
৭. শ্বাস-প্রশ্বাস ঠিক রাখুন
ফরাসি কিংবা যে চুম্বনই হোক না কেন তাতে যেন
নিঃশ্বাস বন্ধ না হয় সেজন্য মনোযোগী হতে হবে।
ভালোভাবে নিঃশ্বাস নিতে না পারলে চুম্বন আরামপ্রদ
হবে না।
৮. জিহ্বার ম্যাজিক
চুম্বনে জিহ্বার ব্যবহারের গুরুত্ব রয়েছে। বিশেষ করে
‘ফ্রেঞ্চ কিস’-এ এটির শৈল্পিক ব্যবহার চোখে পড়ার
মতো। তবে এজন্য উভয়ের বোঝাপড়া প্রয়োজন। এক্ষেত্রে
চুম্বনের সময়েই তার চোখে চোখ রাখতে হবে, সুবিধা-
অসুবিধা বুঝে নিতে হবে।

Last 7 Days Visitors