বন্ধুরা বলছে প্রেমে শারীরিক সম্পর্ক না করলে মেয়েরা থাকেনা

আপনার বন্ধুরা যা বলছেন, সেটা একেবারেই ঠিক নয়। যে যাবার,
সে যাবেই। আপনি শারীরিক সম্পর্ক করে তাঁকে ধরে রাখতে
পারবেন না। আর ভাইয়া, মানুষকে ধরে রাখা যায়ও না। মানুষ তো আর
পাখি না যে খাচায় পুড়ে রাখবেন। আপনার যেহেতু মনে হচ্ছে
মেয়েটিকে আর বিশ্বাস করতে পারছেন না, সেক্ষেত্রে
সম্পর্ক ভেঙে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাছারা আমারও
মনে হচ্ছে না যে মেয়েটি আপনাকে ভালবাসে বা আপনার
সাথে জীবন গড়তে চায়।

Total Pageviews