-মা চুড়ি নিবা।
- দেখি।
-তোমার চুড়ি গুলো খুব পছন্দ তাই না।
-আপনি কিভাবে বুঝলেন।
-আমি লক্ষ করেছি তুমি এতক্ষণ ধরে চুড়ি গুলো দেখছিলে।
(কথা হচ্ছিল চুড়ি ওয়ালি আর মিসেস রহমানের মধ্য।মিসেস রহমান ছেলেকে আনার জন্য স্কুলের বাইরে অপেক্ষা করছিল।)
-না আজ নিব না অন্যদিন।
-আচ্ছা মা তোমার বাসার ঠিকানা বল আমি তোমাকে বাসায় গিয়ে চুড়ি দিয়ে আসব।
-আপনি আমার বাসায় গিয়ে দিয়ে আসবেন কেন?
-শুধু তুমি না যেই আমাকে বলে আমি তাকেই গিয়ে দিয়ে আসব।
-আচ্ছা ঠিক আছে এই নিন ঠিকানা।
---------------------------------------------------
ক্রিং......ক্রিং.........
-আবির দরজা খোল না কেন? দেখছ না বেল বাজছে।
-মা আমি পড়ছিলাম।
-আরে আপনি আসুন।
-মা আজকে তোমার বাসায়ই চলে এসেছি। এবার পছন্দ করে চুড়ি নাও।
-আচ্ছা ঠিক আছে আমি দেখছি।
-দাদু ভাই এদিকে আস। তোমার নাম কী?
-আবির।
-কোন ক্লাসে পড়ো।
-ক্লাস ফোর।
-ওরে বাবা। একটা গল্প শুনবে।
-হুম।
-আজ থেকে অনেক বছর আগের কথা।..........................
....................................................................
- আচ্ছা ঠিক আছে দাদু ভাই আমি অারেক দিন আসব।
-আচ্ছা ঠিকাছে তুমি কিন্তু আসবে আমাকে গল্প শোনাবে।
---------------------------------------------------
-দাদু ভাই তুমি কেমন আছো।
-ভালো আপনি কেমন আছেন।
-ভালো। নাও এই নাড়ু গুলো তোমার জন্য। আমিতো আর দাম দিয়ে কিছু আনতে পারি না। এগুলোই দামি ভেবে খেয়ে নাও।
-কি বলছেন মা। সবকিছু কী আর দাম দিয়ে হয়।ভালবাসাই আসল।
-না তাও তো। প্রিয়২৪.কম
-দাদু জানো আমি না স্কুলে গল্প লিখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।তুমি আমাকে তোমার দেখা মুক্তিযুদ্ধ নিয়ে বলবে।
-আমি বলব আর তুমি সেই গল্প লিখবে। কিন্তু আমি তো গল্প জানি না।
-না দাদু তোমার বলতে হবে নয়তো আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব না।
-আচ্ছা তোমাকে আমি আমার জীবনের গল্প বলব।
-ওকে দাদু তুমি তাই বলো।
-আমি একটা মরা নদীর তীরে থাকতাম। কাচের চুড়ি পরার শখছিল। হাত ভর্তি কাচের চুড়ি পরে থাকতাম।বয়স আর কত হবে বার-তের। কি আর বুঝি।মনে অনেক রঙীন রঙীন স্বপ্ন ছিল।হঠাৎ একদিন গ্রামে কালো সাপ আসল। সারা গ্রামে ছড়িয়ে পরল সে গুলো।সবাই ভয়ে অস্থির হয়ে পরল। আমি মরা নদীর পাড়ে বসে ছিলাম। একটা সাপ আমাকে কামড় দিল।
-দাদু তোমাকে সাপে ছোবল দিয়েছিল।
-হ্যাঁ দাদু ভাই।সেকি বিষ। সাপটা আমাকে তারঘরে নিয়ে দিয়েছিল। আমার শরীর কামড়ে ভরিয়ে দিয়েছিল। আমার তখন মনে হয়েছিল মরন আসে না কেন। আল্লাহ আমার মরন দাও।তুমি আমাকে নিয়ে যাও।
-মা তার মানে আপনি........
-তারপর একে একে হাতের সবগুলো চুড়ি ভেঙে যেতে থাকল। আমার আর কিছুই মনে রইল না।
তারপর যখন দেশ স্বাধীন হয়ে গেল। আমিও কালো সাপের গুহা থেকে বের হয়ে আসলাম।
-দাদু তারপর।
-তারপর আর কী সাপ গুলোও চলে গেল। সাপের বিষও আর রইল।থাকবে কী করে সব বিষইতো আমি নিজের মাঝে নিয়ে নিয়েছি। আমার মনে শুধু চিন্তা এই সন্তান নিয়ে আমি কী করব।তারপর একদিন ঝাপ দিলাম মরা নদীতে। আর নদী আমাকে নিয়ে এলো এই ইট পাথরের শহরে। তারপর দিন চলে যেতে লাগল নিজের মতো করে। আমি রয়ে গেলাম দাসী হয়ে।
-মা আপনার ছেলে আসার সময় হয়ে গেছে।আজকে কিন্তু দেখা করে যাবেন।
-না মা অন্যদিন আসব।আমি আজ যাই। প্রিয়২৪.কম
---------------------------------------------------
-তোমাকে বলেছিলাম না একটা চুড়ি ওয়ালির কথা। ওনি আজকে সড়ক দূর্ঘটনায় মরা গেছেন। খবরের কাগজে অজ্ঞাতনামা হিসেবে তার লাশের ছবি বেরিয়েছে।
-কই দেখি খবরের কাগজটা।
-এই নাও।
-তুমি আমাকে আগে তার সাথে দেখা করাও নি কেন। কত বছর অপেক্ষা করে আছি এই মুখটা দেখার জন্য। ইনিই আমার মা।
-কি বল।
-দেখ এই ছবিটা। এটাই আমার মায়ের একমাত্র সম্বল আমার কাছে।
-ইনিই সেই মহিলা।তুমি আমাকে আগে দেখাও নি কেন?
-যারা আমাকে নিয়ে নিয়েছিল তারা আমার মায়ের পরিচয় হিসেবে শুধু এই ছবিটাই দিতে পেরেছিল আর কিছু বলতে পারে নি।
-চলো বাবা তোমার দাদুকে হাসপাতাল থেকে নিয়ে আসি।
-চলো বাবা গল্পটাও তো দাদুকে শুনাতে হবে।
---------------------------------------------------
গল্পটি বিটিভিতে ২৬/১২/১৬ তে রাত ৯ সমপ্রচারিত নাটক থেকে সংকলিত হয়েছে।কিন্তু নাটকের নামটা জানা হয় নি। কেউ নাটকটি দেখে থাকলে নামটি জানানোর জন্য অনুরোধ রইল। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» ★★কালো সাপের বিষ★★ ---রাতের সঙ্গী