তোমরা দুজন দুজনকে খুব ভালবাসো। দুজন দুজনের প্রতি এতটাই দুর্বল হয়ে গেছো যে, মনে হয় দুজন দুজনকে ছাড়া বেচেঁ থাকাই অসম্ভব। দুজনেই হয়তো মনের মধ্যে স্বপ্ন বুনছো ঘর বাধার। তোমাদের বিয়ে হবে। তোমরা মা বাবা হবে। আরও কতকি...! আসলে বিয়ের আগে এ সবকিছুই হচ্ছে মনের আবেগ।
প্রিয়২৪.কম
.
তোমাদের এত স্বপ্ন, আশা, ভালবাসা সবকিছুই মিথ্যে হয়ে যেতে পারে। আর বেশিরভাগ মিথ্যে হয়েও যায়। কারন যেখানে আল্লাহ্ তায়ালা বিয়ের আগে প্রেম ভালবাসা করতে নিষেধ করেছেন, তিনি বলে দিয়েছেন এটা হারাম। সেখানে তো আল্লাহর রহমত থাকার কথা নয়। তাহলে তোমাদের স্বপ্ন পূরণ হবে কি করে..!?
.
প্রিয়২৪.কম
একসময় দেখবে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। সেটা যে কারনেই হোক। হতে পারে তোমাদের দুজনের যে কোনো একজনের কারনে, অথবা তোমাদের পারিবারিক কারনে। কারন, আল্লাহ্ তায়ালা তোমাদের মিলন লিখে রাখেননি। একসময় দেখা যাবে তুমি অন্য কাউকে নিয়ে ঘর করছো, আর সে অন্য কারো সাথে ঘর করছে। বেশিরভাগ এমনটাই হয়ে থাকে।
.
আর যদি দুজনের মিল হয়েই যায়, অর্থাৎ বিয়ে হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে আল্লাহ্ তোমাদের মিলন লিখে রেখেছিলেন। কিন্তু বিয়ের আগে দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটো হারাম ছিলো। যার জন্য বিয়ের পরে তোমাদের সংসারে আসতে পারে অশান্তি। সম্পর্ক করে বিয়ে করলে তাদের সংসারে শান্তি আসেনা। এটা প্রমানিত।।
.
যাকে তুমি ভালবাসো, তাকে তুমি জীবন সঙ্গী হিসেবে পাবে কি না তুমি কিন্তু শিওর নও। তাহলে কি দরকার আবেককে প্রশ্রয় দিয়ে শুধু শুধু গুনাহের পাল্লা ভারি করার..! আর নিজেকে কষ্ট দেয়ার..! প্রেম ভালবাসা বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথেই করা ভাল। এতে আল্লাহ্ও খুশী হয়। কারন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালবাসাই পবিত্র। এই পবিত্র সম্পর্কের মধ্যে আল্লাহ তায়ালা মহব্বতও দিয়ে থাকেন বেশি। আর সংসারেও আসে সুখ ও শান্তি।
তাই প্রেম ভালবাসা বিয়ের আগে নয়...!
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» যাকে তুমি ভালবাসো, তাকে তুমি জীবন সঙ্গী হিসেবে পাবে কি না তুমি কিন্তু শিওর নও