শশুরমশাই বাজার থেকে একটা বড় ইলিশ মাছ এনেছেন। তার কিছুক্ষণ পর.......

শশুরমশাই বাজার থেকে একটা বড় ইলিশ মাছ এনেছেন।
তার কিছুক্ষণ পর.......
শাশুড়ি : বউমা, মাছের বড় পেটি টা তোমার শশুরকে
ভাজা করে দিও তো। মাছের তেল তা ওপরে দিয়ে দিও।
আমি: জ্বী মা।
তার কিছুক্ষন পর........
শশুর: বউমা,মাছের মাথা টা কচু শাক দিয়ে রান্না কোরো
তো মা।
আমি: জ্বী বাবা।
তার কিছুক্ষণ পর........
দেবর: ভাবি,বাবা নাকি বড় একটা ইলিশ মাছ এনেছে?
ডিম হইছে নাকি?ভেজে দিও তো।
আমি: আচ্ছা দিব।
ননদ: ভাইয়া তুই একলা খাবি ক্যান ? ভাবি আমারে ও দিও
তো।
আমি: আচ্ছা দিব।
কিছুক্ষণ বাদে....
স্বামী: নিশা,বাবা নাকি ইলিশ মাছ এনেছে?
আমি: হুম,,
স্বামী: আমাকে সরিষা ইলিশ রান্না করে দিওতো ।
আমি : আচ্ছা দিব।
অবশেষে রান্না শেষে........
শশুর-শাশুরি-দেবর-ননদ সবাই খেতে বসেছে....
শশুর: বউমা, কচুশাক টা খুব ভাল হয়েছে।
শাশুড়ি: বউ, মাছটা তোমার শশুর কে তুলে দাও।
শশুর: না না তুমি ই খাও।
শাশুড়ি নিজ হাতে শশুরের পাতে মাছটি তুলে দিলেন।
শশুর: বড় খোকাকে তুলে দাও।
স্বামী : মা ভাইকে দাও।
দেবর: না মা,বোন কে দাও।
ননদ: মা,তুমি ই খাও।আমাদের জন্য তুমি অনেক করো।
অতঃপর, খাওয়া শেষ। এমন সময় বড় ননদের বাচ্চা সহ
আগমন......
বড় ননদ: ভাবি,বাবা নাকি বড় ইলিশমাছ এনেছে? জলদি
খেতে দাও
লাস্ট পিস টুকু দিয়ে বড় ননদের খাওয়া সম্পন্ন....
খেতে বসবো, এমন সময়.....
বড় ননদ: ভাবি,ঝোল থাকলে বাবুকে একটু ভাত খাইয়ে দাও
তো।
শেষমেশ সামান্য ঝোল আর ডাল দিয়ে আমার খাওয়া
সম্পন্ন হল।সবাই খেয়ে খুশি,আর আমার খুশি সবার খুশিতে
নিহিত।
আমি সবার খেয়াল রাখি।সবার পছন্দ -অপছন্দ,ভাল
লাগা,মন্দ লাগা সব আমি খেয়াল রাখি।কিন্তু কেউ
কখনো জানতে ও চায় না আমি কি চাই,কি ভালবাসি আর
কি ই বা পছন্দ করি।তারপর ও আমি খুশি,কারন সবাই যে
খুশি।

Last 7 Days Visitors