সময় বদলে যায় । সবারই ভালো খারাপ সময় আসতে পারে । খারাপ সময়ে কাছের মানুষদের চেনা যায়। ভালোভাবে ।
.
তাই কাছের মানুষদের চিনতে হলেও খারাপ সময়টা আসা দরকার । সবার সবসময় একরকম যায়না ।
.
নদীতে যেমন জোয়ার ভাটা আছে । তেমনি মানুষের জীবনেও জোয়ার ভাটা আসে ।
.
যখন আপনার খারাপ সময় আসবে, তখন আপনার খুব কাছের মানুষটিও আপনাকে ছেড়ে চলে যাবে । অথবা আপনাকে এড়িয়ে চলতে চাইবে ।
.
খারাপ সময় অন্যের যেমন আসতে পারে, তেমনি আপনারও আসতে পারে । তাই অন্যের খারাপ সময়ে চাইবেন তার পাশে থেকে সাহায্য করতে ।
.
সময় বদলে যাবে তার আপন গতিতে, এটাই স্বাভাবিক । শুধু ঘড়ির কাটাই সময় নয় । আপনার জীবন থেকে যে দিন, সপ্তাহ, মাস চলে যাচ্ছে সেটির হিসেব করেও লাভ নাই । মৃত্যুর আগে যথাযথ প্রতিটি মুহুর্ত আপনার জীবনের জন্য মুল্যবান সময় ।
প্রিয়২৪.কম
.
সময়ের সাথে সাথে প্রিয় ভালোবাসার মানুষটিও বদলে যায় । কিন্তু প্রকৃত সত্য ভালোবাসা কখনো বদলায় না। যে ভালোবাসা বদলে যায়, বুঝতে হবে সেটি সময় সাড়ানোর জন্য ।
.
সময়ের সাথে অনেক কিছুই আসবে যাবে আপনার জীবনে । সব কিন্তু আপনার না । যা আটকে রাখতে পারবেন, সেটাই শুধু আপনার ।
.
টাইম ইজ ভেরি ভেলুয়েবল , সময় খুবই মূল্যবান । সময় নিয়ে, বিখ্যাত ব্যক্তিদের অনেক গুরুত্বপূর্ণ উক্তি আছে । যা একটি মানুষের জীবন পরিবর্তনে অনেক ভূমিকা রাখে ।
.
সময়ের সাথে পরিবর্তন হবে আপনার ও আপনার চারপাশের মানুষ এবং পরিবেশের । মানুষ ইউনিক, কখন কিভাবে পাল্টে যায়, তা বলা মুশকিল ।
.
সময়ের প্রত্যেকটি ধাপকে ভালোভাবে কাজে লাগিয়ে এবং অন্যের খারাপ সময়ে পাশে থাকাই মানুষের মতো মানুষের কাজ ।
.
লেখা- Gazi Parvez