ঘুমন্ত বিবেকটা কে জাগ্রত করুন

খুব ছোটবেলা থেকে বড়দের মুখে শুনেছি এবং বই-পুস্তকে পড়েছি মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য মানুষের মন, বিবেক আর বুদ্ধি আছে কিন্তু পশুর তা নেই।
মন দিয়ে উপলব্ধি করা যায় আর বিবেক ও বুদ্ধি দিয়ে ভালো খারাপ এর বিচার করা যায়।
আমি মাঝে মাঝে অবাক চিত্তে চিন্তা করি, মানবদেহের কোথায় এগুলো লুকিয়ে আছে!
নাকি অপমৃত্যু হয়ে গেছে এদের!
এগুলো থাকলে তো এত বড় অন্যয়, অপরাধ,জঘণ্য কাজ করা মানুষের পক্ষে সম্ভব হতো না।
প্রিয়২৪.কম
তাহলে কেন এত খুন খারাপি।
এই পৃথিবীটা আপনাকে চিরদিন থাকতে দিবে না।
ঘুমন্ত বিবেকটা কে জাগ্রত করুন।
বুকে হাত দিয়ে বলতে পারবেন কী, আমি সত্যের পথিক। সততা আমার ধর্ম।
টাকায় শুধু অহংকার আছে। আর সত্যের পথিক গর্ববোধ করে বলতে পারবে আমি সৎ।
.
ভালো থাকুন,আপনার আশেপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করুন।
সত্যের পথে চলার চেষ্টা করুন।
আপনি প্রকৃত শুখী হতে পারবেন।

Total Pageviews