মাঝরাত্রে মশার অবিরাম অত্যাচারে আমাকে গৃহত্যাগ করতে হল। ভাজপড়া বিশ টাকার এক নোট মহালজ্জায় মুখ গুজে পকেটে পড়ে আছে।ঘরে ত্যানাতুনু থাকলে অবশ্য তা জ্বালিয়েই মশা তাড়াইতাম।রাতে কয়েল কিনলে আবার সকালের খাওয়া হবে না।যাক গে,তবুও ব্যাপার না।পনের টাকার কয়েল কিনে বাকী পাচ টাকার একটা স্টার সিগারেটও কিনে আনবো।সকাল বেলায় বাসি পেটে সিগারেট খেয়ে ফুলপেট পানি মেরে দিলে সারাদিন আর ক্ষুধা লাগবে না।
,,,,,
রুমঝুম বৃষ্টিতে ছাতা ফুটিয়ে জমির চাচার দোকানের পানে হাটা দিলাম।বৃষ্টির পানিতে চটি স্যান্ডেল পরে হাটতে নেহাত খারাপ লাগছে না,একটা ভয় ও কাজ করছে কাঁদায় আটকে যদি ছিড়ে যায়!ভাবতে ভাবতেই পিছু থেকে কার চিৎকার যেন বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।
,,,,
নারী কন্ঠের আঁচ পেলাম,কাছে যেতেই মেয়েটি বলে উঠল""ভাই আমাদের বাড়ির দারোয়ান খুব অসুস্থ, অ্যাম্বুলেন্স আসছে দয়া করে একটু যদি আসতেন।উনাকে তিনতলা থেকে নামাতে হবে তো।
,,,,,
আমি তো আবার দয়ার সাগর,না করতে পারলুম না।তাছাড়া বাড়ির দারোয়ানের উপর এতটা যত্নশীলা একটা মেয়ে পাওয়া ও মুশকিল।মেয়েটির সাথে তিনতলায় উঠে পড়লাম,,কই সে দারোয়ান?
মেয়েটি বলল ভিতরে আছে।
প্রিয়২৪.কম
,,,,,,
আকস্মিক পিছন থেকে আরেকটি মেয়ে বেরিয়ে বলল,,কি রে জেসমিন? সারাদিন পর এই ব্যাটাকেই পেলি।সালাকে দেখে তো মনে হয় পুরাই ফইন্নি।
,,,,,,
ততক্ষনে আমি একটা রুমের ভিতরে ডুকে পড়েছি,মেয়েটি লাইট জ্বালিয়ে বলল
,,
শোন ছেলে,তোমার কাছে থেকে এমনি এমনিই কিছু কিছু নিবো না।বিনিময়ে আমার দেহটিও তোমায় দিবো।
,
আমি কম্পিত স্বরে বললাম,দেখুন আমি তেমনটা নই আপনি যেমন ভাবছেন।
মুখ বাকিয়ে মেয়েটি বলল,,দেখ একদম সতিপনা দেখাবি না।তোদের মত সিসকে ব্যাটাছেলেদের খুব ভালোভাবেই চিনি আমি।ঠিক আছে যা,তোর জন্য একশ টাকা।এবার তো হবে.
,,,,,,
পকেট থেকে কুকড়ানো বিশটাকা উনার হাতে ধরিয়ে দিলাম,বললাম আপু এর থেকে বেশি আমার কাছে নাই।এবার প্লিজ আমাকে যেতে দিন।
,,
মেয়েটি হঠাৎ নিরব হয়ে গেল।আমি জানি,এখন ওর আপন ভাইয়ের কথা মনে পড়ছে।তা না হলে,এত তেজী মেয়ে এমন নেতিয়ে পড়ত না।নির্বাক হয়ে মেয়েটি বিছানার উপর বসে পড়ল।
,,,
এই সুযোগে নিরবে আমি বাইরে চলে আসলাম।সদর গেট পেরুতেই পেরেকে বেধে আমার নীল পাঞ্জাবি টা ফড়ফড় আত্নচিৎকারে নিজেকে চিরিয়ে ফেলল।ছেড়া অংশটি হাতে করেই ঘরে ফিরছি।এক সময় এই নীল পাঞ্জাবি টিকে দেখিয়ে নীলা ওর মায়ের সামনে বলেছিল,আমি নাকি নীল রঙের পাঞ্জাবি টি পরি মেয়েদের ক্রাশ খাওয়ানোর জন্য।এখন আমার নীল রঙে মসনি ধরেছে,এক অংশ ছিড়েও গেছে।আর কেউ ক্রাশ খাবে না,শুধু বলবে আমি একটা ফকির।এটিকে এখন জ্বালিয়ে দিলে,বোধহয় মশা চলে যাবে।
------------------
-------
---
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» মাঝরাত্রে মশার অবিরাম অত্যাচারে আমাকে গৃহত্যাগ করতে হল