নুরোধ করছি পড়ার জন্য ,এতে
আমরা বড় ধরনের গোনাহ থেকে বেঁচে যাবো।
ফেসবুক আইডির নাম কি দিবেন এটা
আপনার ব্যক্তিগত ব্যাপার । আমি
আপনার ব্যক্তগত ব্যাপারে হস্তক্ষেপ
করছি না ,শুধু অনুরোধ করছি সতর্ক হয়ে আইডির
নামটা দেওয়ার জন্য ।
অনেক আইডির নাম আছে
"আল্লাহর গোলাম
, আবার সাথে নিজের নামটা "
"আল্লাহর সৈনিক " "আল্লাহর রাসূলের প্রেমিক
সৈনিক" " আল্লাহর গোনাগার গোলাম "।
আপনি search দিয়ে দেখতে পারেন
এমন আইডির অভাব নেই।
এসব আইডিতে ঢুকে আপনে poto
option এ
গেলে দেখতে পাবেন "potos of
আল্লাহর "
বন্ধু আপনিতো আপনার আইডির
নামটা
দিলেন আমি প্রশ্ন করছি
আপনাকেই -
আইডিতে আল্লাহর ছবি রাখলেন ,
নাকি
নিজের ছবি রাখলেন ?
আবার এই আইডি থেকে কারো
inbox এ
message দিলে সেখানে লেখাটা
এভাবে
আসে "আল্লাহর send an image"
প্রশ্ন করছি
আবার , আপনার বন্ধুকে আপনি ছবি
send
করলেন , নাকি আল্লাহ send
করলেন ?
নাউযুবিল্লাহ ।
উত্তরটা আপনার বিবেকের কাছ
থেকে
জেনে নিবেন ,আপনি কি করছেন।
বন্ধু এটাই কি আপনার মহান প্রভুর
গোলামির পরিচয় ? মহান প্রভুর
নামকে
বিকৃত করে , অপব্যবহার করে ।
একবার ভাবুন
বা অনুভব করেন কতটা গোলামি
করছেন ।
এসব আইডিতে অনেক ধর্মীয়
পোষ্ট দেখা যায় । যে আইডির নামটা
প্রভুর নামে অপব্যবহার আমি কি
শিখব সেখান থেকে ।
আমার ফেন্ডলিস্টে যাদের আইডির
নাম এভাবে আছে অনুরোধ করছি
বদলে দিন নামটা :::::-plz