[যৌন টিপস] পরিপূর্ণ যৌন তৃপ্তির পঞ্চসূত্র
পৃথিবীতে মানসিক সুস্থতারপেছনেও সুস্থ ও সফল যৌন জীবন অত্যন্তগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজেরযৌনজীবনে অসুখী বা অতৃপ্ত মানুষ মানসিকবিকারসহ, হীনমন্যতা,বিষণ্ণতা ইত্যাদিতে আক্রান্তহয়ে থাকেন। তাই নিঃসন্দেহে যৌনজীবনের ভূমিকা অস্বীকার করারকোনো উপায় নেই। এ বিষয়টি এখনবৈজ্ঞানিকভাবেই প্রমানিত। তাইবলে কি ঘন ঘন সঙ্গী পরিবর্তন করতে হবে?তাতেই কি মিলবে তৃপ্তি? সেটা কিন্তুএকদম নয়। বরং একজনমানুষকে সঙ্গী বা সঙ্গিনী হিসাবে বেছে নেয়াটা সুস্থথাকার জন্য অত্যন্ত জরুরী,কেননা তা আপনাকে দূরে রাখে নানানরকম রোগ বালাই হতে। যৌন জীবনে সফলও সুখী হতে নতুন সঙ্গীর প্রয়োজন নেইবরং প্রয়োজন যৌনতা সম্পর্কে সঠিকজ্ঞান ও একটুখানি চেষ্ট া। আসুনজেনে নেই সফল ও সুখী যৌন জীবনেরপঞ্চসূত্র-সঙ্গী বা সঙ্গিনীকে গভীরভাবে ভালবাসুনযে মানুষটিরসাথে আপনি নিজের শরীর বিনিময়করছেন তাকে সত্যিকারঅর্থে ভালোবাসা অত্যন্ত জরুরী। যৌনমিলন কেবল একটি শারীরিক ব্যাপার নয়বরং তা অনেকটাই মানসিক।গবেষকরা বলেন, দুজন মানুষের মাঝে যখনভালোবাসার বন্ধন থাকে তখন তাদেরযৌন মিলনটা হয় অনেক বেশী আনন্দময় ওতৃপ্তিদায়ক।