Home »
খাদ্য ও স্বাস্থ্য
» [বিউটি টিপস] গোলাপি ঠোট চাই? দেখে নিন কিছু ঘরোয়া টিপস
[বিউটি টিপস] গোলাপি ঠোট চাই? দেখে নিন কিছু ঘরোয়া টিপস
সুন্দর গোলাপি ঠোঁট সবাই-ই চান। বলাইবাহুল্য যে মিষ্টি গোলাপি ঠোঁটেরআকর্ষণ অনেক বেশি সৌন্দর্যের বিচারে।♡♡♡♤♤♤RS♥♥♥♥♥♥♥♥♥কিন্তু প্রতিদিন লিপস্টিক ব্যবহারের ফলেঠোঁট ধীরে ধীরে কালো হতে থাকে এবংসূর্যের ক্ষতিকর রশ্মিও আমাদের ঠোঁটকালো করতে ভূমিকা রাখে।এছাড়া নানান রকমের অসুখ, ধূমপান, বাজেপ্রসাধনীর ব্যবহার তো আছেই। চলুন জেনেনেয়া যাক প্রাকৃতিক উপায়ে আপনার ঠোঁটগোলাপি করে তোলার ৫টি টিপস।কাঁচাদুধ প্রতিদিনপ্রতিদিন ঠোঁটে কাঁচা দুধলাগান। ২০ মিনিট রাখুন, তারপর ঠাণ্ডাপানি দিয়ে ঠোঁট ধুয়ে নিন। অথবাঠাণ্ডাগোলাপ জল দিয়েও ঠোঁট ধুতেপারেন। সেটা অনেক বেশী কাজে দেবে।মধুপ্রাকৃতিক ভাবে ঠোঁটের যত্ন নিতেসবচেয়ে ভালো উপাদান হল মধু।প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগেসামান্য মধু নিয়ে আপনার ঠোঁটে ম্যাসেজকরুন। প্রতিদিনের ব্যবহারে মধু আপনারঠোঁটকে নরম রাখবে ও উজ্জ্বল করে তুলবে।হলুদের গুঁড়ো ও ঠাণ্ডা দুধহলুদের গুঁড়ো ওঠাণ্ডা দুধ একসাথেমিলিয়ে আপনারঠোঁটে ৫ মিনিট ম্যাসেজ করুন। এইভাবেপ্রতিদিন ব্যবহারের ফলে আপনারপ্রাকৃতিক ভাবে গোলাপি হয়ে উঠবে।আলমণ্ড অয়েল ও লেবুর রসএক চামচ আলমণ্ডঅয়েলর সাথে সামান্য লেবুর রস মিশিয়েআপনার ঠোঁটে ম্যাসেজ করুন। তারপর ৫মিনিটরেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়েফেলুন।আপনার ঠোঁট নরম ও পরিষ্কার হবে।লেবুররস ও চিনিলেবুর রসের সাথে খুব সামান্যপরিমানে চিনি মিশিয়ে আপনার ঠোঁটেধীরে ধীরে ম্যাসেজ করুন। শুকিয়ে গেলেধুয়ে ফেলুন। এই পেস্টটি ঠোঁটের মরা কোষপরিষ্কার করতে সহায়তা করে, ঠোঁট নরমরাখে ও গোলাপি করে তোলে।কিন্তুযেহেতু আপনি ঠোঁটে লেবুর রসের ব্যবহারকরবেন তাই ঠোঁট ধুয়েফেলার পর শুকিয়েগেলে ময়েশ্চারাইজার যুক্ত লিপবামলাগিয়ে নিন।