[Bangla Lyrics] CHAD TARA SURZO NOY TUMI | চাঁদ তারা সূর্য নও তুমি LYRICS BY MILES

শিল্পীঃ মাইলসঅ্যালবামঃ প্রতিশ্রুতি…………..…………..চাঁদ তারা সূর্য নও তুমিনও পাহাড়ী ঝর্না,যদি বলি ফুল তবুও হবে ভুলতোমার তুলনা হয়না।তুমি না এলে এই পৃথিবী আমারহারাবে আপন ঠিকানাযদি দূরে যাও স্বপ্ন গুলো আমারভেঙ্গে যাবে জানো না।তোমার কথা ভেবে ভেবেআমি গল্প কবিতা আর কাব্য লিখি,তোমার চোখে চেয়ে থেকেসুন্দর আমার পৃথিবী দেখি।তুমি না এলে এই পৃথিবী আমারহারাবে আপন ঠিকানাযদি দূরে যাও স্বপ্ন গুলো আমারভেঙ্গে যাবে জানো না।জীবন চলার পথে জানিতুমি প্রথম দিয়েছ দেখা,ভুল বুঝে কোনোদিনওআমায় তুমি করোনা একা।তুমি না এলে এই পৃথিবী আমারহারাবে আপন ঠিকানাযদি দূরে যাও স্বপ্ন গুলো আমারভেঙ্গে যাবে জানো না।

Total Pageviews