[Bangla Lyrics] TUI KI JANIS NA | তুই কি জানিসনা LYRICS BY ARNOB

Ei_Ashek Tunerশিল্পীঃ অর্ণব চৌধুরীঅ্যালবামঃ হোক কলরবসুরকারঃ অর্ণব চৌধুরী।গীতিকারঃ তৌফিক……………………..তুই কি জানিসনা তোর জন্য কান্নাভোরের ঘাসের ঠোটে শিশির হয়েছুটে,জানিস না কি তুই ঠিক যখনই ছুইতোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল ।।তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকাতুই নেই বলে মন শুধু করে খাখা।।তুই নেই বলে একলা শালিক ডাকেতুই নেই বলে মধু নেই মৌচাকেতুই নেই তাই মেঘ কাঁদে হয় জলতুই আসবি আসবিটা কবে বল?তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিনবিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরিলাগে দিন ।।তবু তুই রয়েছিস বলে,তবু তুই রয়েছিস বলেঘাসফুলে জল দোলে।।তবু তুই রয়েছিস তাই তারাদেররোস নাইতবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি ।।সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকেতুই রয়েছিস তাই ওদের সাথে যাই…

Related Posts:

Total Pageviews

5041