Home »
প্রশ্ন ও উত্তর
» 40 হাজার মধ্যেই কি laptop ভালো হবে ?
40 হাজার মধ্যেই কি laptop ভালো হবে ?
কি কাজ করবেন? কাজের ধরন অনুযায়ী ভাল মন্দ নির্ভর করে। যদি সাধারন কাজ মানে লেখালেখি, ইন্টারনেট, হালকা গেম, ফটোশপের সাধারন কাজ ইত্যাদি করতে চান তবে অবশ্যই ভাল হবে। আর যদি বলেন না এইচডি গেম, ৩ডি ডিজাইন, ক্যাড ইত্যাদি কাজ করবেন তাহলে ভাল হবেনা। সির্ধান্ত আপনার।